মা আসছেন ধরাধামে সিংহবাহিনী হয়ে,
সঙ্গে তাঁর সন্তানাদি আসছে তাদের নিয়ে।
আমি বলছি মৃন্ময়ী নয়, ছোট্ট উমার কথা,
পুনেতে আছেন তার দাদু আর দিদা
আসছে উমা বিমানে মাকে সঙ্গী করে,
এই পুজোতে আসছে উমা মাতুলালয়ে।
এদিকে খেলনা-পাতি সাজিয়ে দাদুর, সাজো সাজো রব,
উমার যে চাই প্রয়োজন রাখবে কোথায় সব!
গুটি গুটি পায়ে উমা ছুটবে ঘরময় -
কোন ঘরটা হবে উমার, কোনটা বা নয়!
মাতিয়ে রাখবে দুষ্টুমিতে, নেইকো কোনো ভয়!
কে হবে তার খেলার দোসর, কার বা হবে জয়!
ধরিত্রীতে ধুম যে হয়, পূজোর সময়ে,
দাদান-দিমি, মাতবে এবার সেই উমাকে নিয়ে।
নতুন নতুন জামা পড়ে, প্যান্ডেলে প্যান্ডেলে,
দাদান দিমি মাতবে এবার, এই উমাকে নিয়ে।
নাচ গান নাটক আর বিচিত্রানুষ্ঠান,
এই আসরে করবে উমা সুন্দর একটি গান।
শুনছি নাকি! করবে উমা, রবীন্দ্রগীতি!
মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি...
আড়াই বছর বয়স উমার, কেমন হবে সেটি -
দাদুর সেসব ভেবে ভেবেই ঘুম নিয়েছে ছুটি।
পারবে তো সে... হবে নাতো কোনো ভুল ত্রুটি!
মাঝে মাঝে বাংরেজি যে, বেরোয় কেবলটি!
সে যাইই হোক, যাইই করুক, মিষ্টি পরিবেশন...
তুষ্ট হোক সেই গানেতে সকল পড়শিজন।
সবার আশিস চাই যে উমার, সবার আশিস চাই,
সবার আশিস নিয়ে উমার এগিয়ে চলা চাই।
সবার আশিস মাথায় নিয়ে উমা চলুক বেটি -
পিসিদিদারও তোমার কাছে সেই মিনতি।
উমা সোনামণি, আমার উমা দিদিভাই
এবার থেকে তোমাদের, দেখা পাওয়া চাই-ই।