‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
প্রশ্ন রাখি প্রশ্ন ওঠাই শুনতে পাচ্ছো কেউ?
"আমার দুর্গা বিচার পাক" রব তুলেছে ঢেউ।
ঢেউ-এর মাথায় প্রচুর তরী উচ্চকিত স্বর,
ভীষণরকম জোট বেঁধেছে নিভন্ত এক জ্বর।
ধিকি ধিকি আগুন বুকে নেভার নাম নেই।
জেদের লড়াই দ্বিগুণ বাড়ে যতোই হারায় খেই।
তারচে' ভালো উঠুক ফুটে বিচার আলোর দিন,
নয়তো মেয়ে করবে জড়ো উঁচিয়ে জেতার ঋণ।
স্বর ছাপিয়ে কান্নাঢেউ বিবেক নামক তানে,
"বলাৎকার" শব্দ মুছি তিলোত্তমার গানে।
"মানুষ"-ই চায় অপরাধীর কঠিন সাজা হোক।
"ধর্ষক" শব্দ বিশ্ব থেকে অপহৃত হোক।
চিত্রঋণঃ শিল্পী - মণীষ দেব।