‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
যা কিছু শুভ ছুঁয়ে যাক প্রাণে
চিন্তন হোক সবা কল্যাণে।
অরাজক কাল বিতাড়িত হোক
ন্যায়ের বিচারে প্রশমিত শোক
কালের নিয়মে বদলের রীতি
বিবেক জাগলে অ-সহ্য নীতি।
দখলের হাতে আগে যদি নারী
যতনের হাতে পুরুষ হও দ্বারী।
কালো রাত হোক আলো উজ্জ্বল
প্রতিবাদ ছুঁল গ্রামপথ, স্থল।
নব রূপায়নে যত জমা তাপ
পুণ্যবেলাতে ধুয়ে দিক পাপ।
মাতৃপক্ষে জেগে ওঠো মা
লাঞ্ছনা-ভয়, আর না, আর না।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।