কবিতা

তিনি প্রবল সন্ন্যাসী



অরুণ ভট্টাচার্য


এক একটি ইটের মতো বসিয়েছো অজস্র শব্দ
দেওয়ালের পর দেওয়াল তুলে
কংক্রিটের ছাদে এঁকেছো সিলমোহর,
একতলা দোতলা চারতলা আকাশচুম্বী। বালির প্রাসাদ।
এসব কাকতালীয় ঘটনা নয়, কিংবা
ঠাকুরমার ঝুলিও নয়।
রাজনৈতিক কলা-কৌশল শুধু।
বকের মতোই তিনি প্রবল সন্ন্যাসী।

এই অভিনয় রাজা বা রানীর ভূমিকা পেলে
রাজ্যের মাটি জল ছাই হয়ে যায়।