‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
এক একটি ইটের মতো বসিয়েছো অজস্র শব্দ
দেওয়ালের পর দেওয়াল তুলে
কংক্রিটের ছাদে এঁকেছো সিলমোহর,
একতলা দোতলা চারতলা আকাশচুম্বী। বালির প্রাসাদ।
এসব কাকতালীয় ঘটনা নয়, কিংবা
ঠাকুরমার ঝুলিও নয়।
রাজনৈতিক কলা-কৌশল শুধু।
বকের মতোই তিনি প্রবল সন্ন্যাসী।
এই অভিনয় রাজা বা রানীর ভূমিকা পেলে
রাজ্যের মাটি জল ছাই হয়ে যায়।