কবিতা

মনে কর



শর্বাণী ঘোষ


ধরো আজ কোনো এক পূর্ণিমার রাত
নদী বলবে ভরা কোটালের রাত
আকাশজুড়ে পূর্ণ শশীর লালিমা
তেমন রাতে তুমি আসবে সবার অলক্ষ্যে, সবকিছু
ভাসিয়ে দিতে, মন উচাটন হবে।
মনে করো -
দূরে পাহাড় তখন জেগে উঠছে
আমাদের দেখে মিষ্টি হাসছে, বাতাসকে নির্দেশ দিয়েছে
সবকিছু বেহিসাবি এলোমেলো করে দিতে
আমার শাড়ির আঁচল, অবিন্যস্ত কেশ, আমার উথালপাথাল
হৃদয়, সব ভেসে যাক এই রাতের প্রতীক্ষায়।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।