কবিতা

চলো গাছ লাগাই



যোগেন্দ্রনাথ বিশ্বাস


আমরা যদি গাছকে বাঁচাই
তবেই আমরা বাঁচবো,
সব মানুষ সবল হলে
মন খুলে সব হাসবো।

গাছকে যদি ভালবাসি
দুনিয়াকে ভালোবাসা হয়
মিঠে বাতাস বইয়ে দিলে
সমাজ তবে সুস্থ হয়।

ফাঁকা জায়গা থাকলে পরে
গাছের চারা পুঁতে দাও,
ফল ধরবে ফুল ফুটবে
নিজের কিছু রেখে যাও।

পুকুর ধারে নদীর পাড়ে
যদি থাকে ফাঁকা জমি,
একটা গাছ রেখে দাও
তার মাঝেই বাঁচবে তুমি।

গাছের চারা ফুলের বীজ
বর্ষায় লাগাও খুশিতে,
গাছটি হোক সবার জন্য
ভরে উঠুক মন হাসিতে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।