‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
মুছে কিছুই যায় না
স্মৃতিতে সব রঙিন...
ছোটবেলার সব খেলা
যৌবন ফানুস বেলা,
মুছে কিছুই যায় না
স্মৃতিতে সব রঙিন...
কাঁচের গুল্লি, আকাশের ঘুড়ি
থুড়ি, বাগানের পেয়ারা চুরি,
মুছে কিছুই যায় না
স্মৃতিতে সব রঙিন...
কলকাতা আকাশবাণী
মায় বোকা বাক্সখানি,
মুছে কিছুই যায় না
স্মৃতিতে সব রঙিন...
ঢং ঢং দেয়াল ঘড়ি
পচা মিঞার এক্কাগাড়ি,
কিছুই যায় না মুছে
জীবনের জরুল দাগ যতো,
স্মৃতিতে সরীসৃপ হাঁটে
টাটকা রীলের মতো...!