‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
যদি আসো - নির্দ্বিধায় ভালোবাসো
অকারণ উচ্ছসিত কলকাকলি হাসো;
চপল চরণ - দুর্নিবার মায়াবী মূর্ছনায়
ফেলো মন্দাকিনী গতি মেদুর মহিমায়!
বলবো না গো - আর একদিন এসো
এ আঙিনায় - ক্ষণিক ভালোবেসো!
ভাঙা হাঁটে বেলা ডোবা মিলন মেলায়
অনাবিল সুখের উল্লাসে অবেলায়...!
বেলা বয়ে যায় - মানুষ আলো আঁধার
অতীত ভবিষ্যৎ জীবন - বিমূঢ় অহংকার!
কীর্তি বিহীন আয়ু - বৃথা কালক্ষয় পৌরুষ!
তুচ্ছ বর্তমান সুজন মরমী মনের মানুষ!