কবিতা

আগমনী



তাপস দেবনাথ


শরৎ-এর আগমনে কাশফুলে বেলিফুলে
ছড়ায় শুভ্রতার বাণী।
নদীর স্বচ্ছ জলে শোভাময়ী মরাল চলে
বাতাসের স্নিগ্ধতায় মন হলো মানী।
শিউলির গন্ধে আশ্বিনের রন্ধ্রে
বিজয়িনী বাতায়নি নৃত্যের ছন্দে।
ঢাক বাজে ঢোল বাজে কাঁসি ও ঘন্টা বাজে
সাদা মেঘ রাশি-রাশি নীলাকাশে ঐ সাজে।
আলোময় ঝলমল নদীজল ছলছল
সোনার কিরণ দেয় অরুণের তেজবল।
মনোহর দিবসে প্রকৃতির হরষে
চিত্ত পুলকিত নব যৌবন সরসে।
বেদনাক্লান্ত যত দীনজন দুঃখীজন
আগমনীর আগমনে আহ্লাদিত হল মন।
কিশলয় পুষ্পে করি শুভাশিষ মিলায়ে
ভ্রমর-ভ্রমরা মধু চারিদিকে বিলায়ে।
দিবানিশি একি সুর প্লাবিত প্লাবনে
দশমী মিলায়ে যায় একাদশীর চরণে।