কবিতা

বরিষ্ঠ



তপতী চ্যাটার্জী


থাক না কিছু সময় অবহেলায় পড়ে
থাক না পড়ে সারাদিনের কেজো কথা
অনেক তো হলো হিসেবনিকেশ
হোক না একটু নিজের মতো চলা
অনেকটা দিন সময় গেছে কেটে
অনেকটা শ্রম ফুরিয়ে দিয়েছে জীবন
আজো কি বসবে খেরোখাতা হাতে
আজো কি ভাববে না কিছু ভালো যাপন
আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি
চাইলে আজও করতে কিছু পারি
শুধু একবার উঠে দাঁড়ানোর সাহস
মনে মনে সব গুছিয়ে নিতে পারি
ভালোবাসা আছে বাঁধন আছে অভিজ্ঞতাও খুব
এই নিয়ে চলো পথ হাঁটি আজ
পাবোই পাবো অধরা সুখ।