‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
থাক না কিছু সময় অবহেলায় পড়ে
থাক না পড়ে সারাদিনের কেজো কথা
অনেক তো হলো হিসেবনিকেশ
হোক না একটু নিজের মতো চলা
অনেকটা দিন সময় গেছে কেটে
অনেকটা শ্রম ফুরিয়ে দিয়েছে জীবন
আজো কি বসবে খেরোখাতা হাতে
আজো কি ভাববে না কিছু ভালো যাপন
আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি
চাইলে আজও করতে কিছু পারি
শুধু একবার উঠে দাঁড়ানোর সাহস
মনে মনে সব গুছিয়ে নিতে পারি
ভালোবাসা আছে বাঁধন আছে অভিজ্ঞতাও খুব
এই নিয়ে চলো পথ হাঁটি আজ
পাবোই পাবো অধরা সুখ।