কবিতা

চেতনার জাগরণ



অলোক মুখার্জী


আমাদের চেতনা ধীরে ধীরে জাগছে
হাতে হাত ধরে তাই পথে নামি আজ,
বিপদের বন্ধু আমরা সবাই
হীন স্বার্থের হেথা কোনো নেই কাজ!
অন্যায়, অবিচার এত বেশি বেড়ে গেছে
একক উদ্যোগে তার নেই সমাধান,
সঙ্ঘবদ্ধ প্রতিবাদ তাই চলে রাজপথে
যা, অত্যাচারের বিরুদ্ধে চরম অভিযান!
ব্যক্তিস্বার্থ, সম্প্রদায়, শ্রেণীবিন্যাস ভুলে
চেতনার মহামন্ত্রে শুদ্ধ হোক মন,
আজ কোনো দ্বিধা নয়, নয় কোনো স্বার্থ
প্রতিবাদের দ্বারা গড়ি নতুন জীবন!