কবিতা

চুপ



অভ্র পাল


আমি চাই একটা দিনের নীরবতা
অন্তত একটা দিনের নিস্তব্ধতা
চৌ-রাস্তার মোড়ের কাছে হন্তদন্ত মানুষগুলো
একটা দিন স্বেচ্ছায় দিক ডুব
নেমে আসুক অন্য গ্রহের শান্তিপ্রিয় জীব কোনো
সারাটা দিন থাকুক শহর চুপ।
কোলাহল, ঘোলাজল, নদী পারাপার
একটা দিনের শীতঘুমে যাক ব্যস্ত কারবার
শব্দ নেই, ধোঁয়া নেই, শান্ত পরিবেশ
জেলেদেরও ব্যস্ততা নেই; নেই তড়িঘড়ি
এমন সময় হঠাৎ হয়তো বিছিয়ে তার কেশ
নদীর পাড়ে রোদ জড়িয়ে ঘুমোচ্ছে জলপরী।
একটা দিনে হয়তো কিছু হল অলৌকিক
হয়তো হল ভালো কিছু; অস্বাভাবিক
না হলেও তো নেই ক্ষতি
একটি, শুধু একটি দিন
বড় রাস্তায় একটু কমল বেপরোয়া গতি
বাঁচল অনেক সারমেয়, যারা মরছে রোজদিন।