‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
এত উজ্জ্বল আলো চারিদিকে রয়
তবু আঁধার ঘোচে না
এত আনন্দ বান উথাল-পাথাল
তবু দুঃখ মোছে না।
এত সুর গান বাতাসে ভেসে আসে
তবু মন তো ভরে না
এত বেদনার দহন জ্বালা
তবু হৃদয় ধরে না।
আকাশ হাত পাতে দীপান্বিতায়
চায় আলোকিত রাত,
জ্বলুক আলো মশাল দীপ্তিতে
করুক পৃথিবীকে মাত।
চারিদিকে জমাট শিলীভূত আঁধার
ভেদ ক'রে ভালো হাসে না
গহন বনপথে একলা হাঁটি
সেথা তারা ফুল আসে না।
দূরে আঁধারের আলোক উজ্জ্বলতা
জীবন পথ খুঁজে ফেরে
জীবন ঠকেও হয়নি আশাহত
বাস্তবকে আষ্টেপৃষ্ঠে ঘেরে।
আঁধার ঘিরে আলো ফুলদল
দীপ জ্বালায় দীপালির রাতে
গৃহাঙ্গণে দেখি তারার আলো হাসি
আজ তারা হাঁটে এক সাথে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।