‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
(১)
সৎ
যতটাই মুখপত্র ততটা নয় মুখ
কিভাবে স্বীকার করে ভাবে কিংশুক।
কৌশলে পারেজিয়া একাকার সব
অনৈতিক বিদ্বেষে বাঁচে কলরব।
যতটা মিথ্যে নয় ততটা নয় রং
কামরাঙ্গা টক হলে করমচা বরং।
কিনে এনো নষ্ট ঘুম এনো পৌত্তলিক
পারেজিয়ার মুখোশটা কতটাই ঠিক।
কলরব তুমি মিথ্যা তুমি মিশেল ফুকো
একই ধোঁয়া একই তামাক ডিফারেন্ট হুঁকো।
(২)
বোধিপক্ষ
কাক যদি পক্ষী হয় পক্ষী ডাকো কাকে
কাকে তুমি আমন্ত্রণ করো মৌচাকে।
মৌচাকে মধু নেই আমন্ত্রণ সার।
ক্ষুধার্ত জানেনা তো সুচারু আহার।
তৃষ্ণায় খল নেই যে জন খলিফা
কৃপার অহং বোধে মিথ্যে হয় কৃপা।
কোথাও দুন্দুভি বাজে কোথাও যে কাশি
চাষার পুত্র হয় সাইবার চাষী।
ঘৃত পক্ক কদলী পক্ক পাকিলে অধিক
দশ আছে তবু খোঁজো একাদশ দিক।