‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
যে ঘর তুমি গড়তে চেয়ে
পারোনি তা গড়তে,
অকাল মৃত্যু আনলে ডেকে
শত্রুর সাথে লড়তে।
জগৎ জুড়ে ঝড়ের মাতন
ভাঙে যত খেলাঘর,
তিলোত্তমা দেখছো কেমন
দিকে দিকে ওঠে স্বর?
সুস্থ সমাজ গড়বো বলে
পথে পথে চিৎকার,
আলোর সঙ্গে জ্বলছে আগুন
প্রশ্ন কেবল জিৎ কার?
যে খেলাঘর বাস্তব রূপ
তোমার হাতের ছোঁয়ায়,
লাগবে আগুন নামবে আঁধার
ঢাকবে কঠিন ধোঁয়ায়।