কবিতা

পবিত্রতা



অরুণ ভট্টাচার্য


অসংখ্য রাত্রির বিনিময়ে
আমার হৃদয় উৎসারিত প্রিয় কবিতা
এ দেশের কোনো রাজনীতিকের জন্য নয়
কেউ তো চাই না -
তেমন কোনো করতলস্পর্শে অপবিত্র হোক কবিতা শরীর।

যে মাটিতে প্রতিদিন লাল স্রোত
ঢেকে দেয় সবুজের ঘ্রাণ
প্রতিটি শাসনকালে
সেখানেই আমাদের রক্ত বিতরণ
আমাদের কবিতার প্রাণ।