কবিতা

পুড়তে থাকার গান



শুভেন্দু সাহা


আগুনে আর দুটো কাঠ দাও
একটু কেরোসিন দাও
জ্বলতে থাকা আগুনেই জুড়োবে -
বিদীর্ণ হৃদয় দগ্ধ হওয়ার জ্বালা।

আগুনে একটু বাতাস লাগুক
জ্বলতে থাকা লেলিহান শিখার স্ফুলিঙ্গ
আকাশ থেকে ছিনিয়ে আনুক বজ্র
বজ্রের সাথে মিলেমিশে চৌচির হয়ে যাক
দগ্ধতার আগুন।

বিশুদ্ধ আগুনে জুড়োক পার্থিব অভিমান,
গাইতে থাকুক পুড়তে থাকার গান...