‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তীব্র জ্বর
চেতন অবচেতনের মাঝামাঝি অবস্থা।
মস্তিষ্কের উত্তপ্ত অংশে চমকপ্রদ দৃশ্যের অবতারণা হচ্ছে।
পৃথিবীর সকল অস্ত্রাগারগুলো বাগানে পরিণত হয়েছে
অস্ত্রগুলো গাছ আর বুলেটগুলো ফুলে পরিণত হয়েছে।
সেখানে আরও দেখা যাচ্ছে অস্ত্রধারীরা সব মালির কাজ করছে।
একজন দিব্যকান্তি মানুষ ছোট্ট পরীদের মতো দেখতে শিশুগুলোকে
বাগানের প্রজাপতি দেখাচ্ছে।
প্রজাপতিগুলো শিশুদের বৃত্তাকার করে ঘুরছে
আর ফুলের রেণু ছড়িয়ে দিচ্ছে।
সেই পবিত্র রেণুর স্পর্শ
শিশুগুলোকে ভবিষ্যৎ 'মানুষ'
হবার দীক্ষা দিচ্ছে।