কবিতা

প্রতীকী শিরদাঁড়া



সঞ্জীব চক্রবর্তী


দুর্নীতি তো বহুদিনের
এক দু'দিনের নয়
এখন তোমার সক্রিয়তা
জাগাচ্ছে সংশয়

তখন তুমি দিয়েছিলে ভাড়া?
তোমার বিবেক, তোমারও শিরদাঁড়া?
'দুর্নীতি... দুর্নীতি...'
চেঁচিয়ে কেন হয়নি তখন
কর্মবিরতি?

শিরদাঁড়া কী ছিল তখন
ভীষণ অতি কাঁচা?
ভয়ে ভীত হতো যথা
আত্মারাম খাঁচা?

শিরদাঁড়া কী ছিল তখন
এতখানিই নরম?
গলিয়া যায় হঠাৎ দেখে
রক্ত-চোখের গরম?

দুর্নীতি তো বহুদিনের
চেঁচিয়ে 'দুর্নীতি...'
তখন কেন হয়নি ভাবি
কর্মবিরতি?

হয়তো বিবেক হয়তো ও শিরদাঁড়া
আগে জাগলে থাকত মেয়ে বেঁচে
দুর্নীতি ঘটছিল কোনও চাঁদ মঙ্গলে নয়
আপনাদের ঐ হাতের তালুর নীচে!

তখন কেন বলেননি ভাই
দুর্নীতি... দুর্নীতি...?
তখন কেন পালন হয়নি
কর্মবিরতি?