‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আমার এমন একটিও কবিতা নেই
যা তোমাকে উৎসর্গ করা যায়।
আমার বাগানে একটিও গোলাপ নেই
যা তোমাকে উপহার দিতে পারি।
দীর্ণ কোলাহলে আর প্রাত্যহিকতার
পল্লবগ্ৰাহী মুখরতায় চলে যায় দিন
সুদূর ছত্তিশগড় থেকে উড়ে আসা
তোমার মৃত্যুর খবর
আমার জানালাগুলো খুলে দিল।