কবিতা

জ্যৈষ্ঠের ঝড়



অমৃতাভ দে


জ্যৈষ্ঠের ঝড় আবার আসুক
সব বাধা ভেঙে যাক
হৃদয়বীণায় সুর দিয়ে যাও
ভালোবাসাটুকু থাক।

নজরুল তুমি ঢেলে দাও প্রেম
সন্ত্রাসে আর বিষে
পথের প্রান্তে গান গেয়ে যাও
এক হয়ে মিলেমিশে।

আমরা সবাই লড়াই করছি
মৃত্যু, ক্ষুধার সাথে
ফিরে এসো তুমি নীরব ছন্দে
আলোহীন এই রাতে।

জ্বেলে দাও দীপ আমাদের বুকে
প্রলয়ের উল্লাসে
নতুন দিনের ঈশান উড়বে
জ্বলন্ত বিশ্বাসে...

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।