‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
মুহূর্ত কি অনন্তকে
সাজিয়ে দেবে অন্তহীন?
তোমার চেনা বসন্ত কি
রাত্রি ভুলে খুঁজবে দিন?
বন্ধু তুমি কোন আলোকে
বন্দী কর অন্ধকারে?
কোন শিকারী করবে শিকার
বঁড়শি, ছিপ আর দেশি চারে?
জীবন তোমার মুগ্ধ হতে
চাইতে পারে আর কী দাম?
অনন্ত নয়, মুহূর্তটাই
বদলে দেবে তোমার নাম।
মুহূর্ত কোন মুখোশ পরে
অনন্তকে দেখায় ভয়?
অনন্তকে জিততে পারো
মুহূর্তকে করলে জয়।