সৃষ্টি পর্ব শেষ
চলছে ধ্বংসলীলার খেলা
আবেগমুক্ত এ কোন পৃথিবী
বিস্ময়ের অতলে বিপন্ন জীবন
তলিয়ে যাচ্ছে হতাশার অন্ধগহ্বরে
না আর নয়
আর নয় কোনো বিপন্ন বিস্ময়
এ বিষম ঘোর কাটিয়ে জেগে ওঠো মানুষ
সংঘশক্তির জয়ে ছড়িয়ে পড়ুক শৃঙ্খলিত হাত
দুর্বিনীত উঠে দাঁড়াক ঋজু শিরদাঁড়া
স্পর্ধিত জোয়ার আসুক
যাবতীয় ভাঙনের বিরুদ্ধে
প্রতিবাদের প্লাবনে ভেসে যাক
বাঁধভাঙা পতনের উপাখ্যান
বিপ্লবের অগ্নিশুদ্ধ আবেগে
লেখা হোক সৃষ্টির নতুন দিনলিপি
অকাল বৃষ্টিপাতেও যে ধানের শীষ
মাথাচাড়া দিয়ে ওঠে দুলে
সবুজ ঘাসের উপর যে স্বপ্ন-শিশির
জীবনের গান গায় আলোর প্রতিভাসে
যে হামাগুড়ি শৈশব একটু একটু করে
জীবন চিনছে প্রতিদিন
ওদের কাছে অঙ্গীকার রেখে যাই
আগামীর বুকে কালো পৃথিবীকে দিয়ে যাব
শুদ্ধতায় ভরা স্বচ্ছ নীল আকাশ
আর সোনা রোদ সভ্যতার নতুন উত্তরাধিকার।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।