‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আমার সামনে যে জানালা আছে, খেলার মাঠটা সামনে
বাচ্চারা সেখানে এলে আমার শিশুকাল ফেরত আসে
আমি তাকিয়ে দক্ষিণায়নের রোদ দেখি
ছোট্ট বিকেল কখন যেন শেষ হয়ে যায়, একটা পিছুটান...
আমার একটা ঘরের পাশে আর একটা
তার পাশে কিছু নেই, কিছু থাকার কথা নয়
কুঞ্জভিলার পাশে বসন্তবাহার
বসন্তবাহারের পাশে কলোনি মোড়
কলোনি মোড় থেকে কিছু এগিয়ে বড়রাস্তা
বড়রাস্তার পাশে অনেক শেকড়,
একটা শেকড় ছুঁয়ে
গড়িয়ে গড়িয়ে বাহারউদ্দিনের বাড়ি
দোশাহাট, কতবার বলেছিল, যাওয়া হয়নি
আমি জানি, সেখানেও একটা ঘর, একটা জানালা
সামনে খেলার মাঠ, আমার ছোটবেলা।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।