কবিতা

একা



অন্তরা রায়


বহুকাল যে মানুষটা উঠোনে একা বসে থাকত
আজ একবার তার খবর নিও।
তির্যক কাঁটার খোঁচায় যে খুব সহজ ছিল,
আজ একটিবার তার খবর নিও।
বহু বহুদূর ক্লান্ত পায়ে যে হেঁটে যেত একাই
আজ একবার অন্তত...
খবর নিয়ে দেখো।

পৃথিবীর কোথাও সেই মানুষটা আর নেই,
একা।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।