‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
স্বপ্নটা বাঁকা পথে হারিয়ে যাচ্ছে সরে
নাহ্, হারিয়েই গেল মাকড়সার জালে
নিঝুমপুরীতে যেভাবে দম হারায়
বুদ্ধির দৌড়টা গড়িয়ে গেল জঙ্গলে।
শুরু হলো টানাটানি জুটে গেল বোদ্ধারা
রাজা সান্ত্রীর মাথা কানাকানি শেষের ঘড়ি
অঙ্ক গরমিল পরিচয় একের অন্যের ঘাড়ে
বিদূষক অন্যমুখে রাজার স্তুতি পুকুর চুরি।
রাস্তা দখল নৈতিকতা নিয়ে দরাদরি শুরু
পারদ ওঠে নামে মিথ্যের প্রতিশ্রুতির ফাঁদে
ঘরে বসে কাঁদে বগাবগি
দুলালকে হারিয়ে
উপবাস লৌহকপাট উঠে যায় শিরদাঁড়ার হাটে।
পোড়ার দেশে বদবুদ্ধিরা দাবায় দেয় চাল
বোদ্ধারা রাস্তায় রাস্তায় মশাল
জ্বালিয়ে চলে
নৈতিকতার ধ্বজা উড়িয়ে ভাবে ধ্বংস হবে
রাজা মন্ত্রী সান্ত্রীর মাথার মিথ্যের অঙ্ক-চাল।
মা চলেছেন বিসর্জনে সাঙ্গপাঙ্গ
নিয়ে নদীতে
স্বপ্নরা স্বপ্নেই থাকে রাজত্ব রাজার কবলে।