‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ভাষন দেবেন বিবি ও বিবি
এখন স্পেস তিনশ জিবি।
ঝিঙে পটল আলু ভর্তা
কর্ত্রী খান না, খান কর্তা।
খাওয়ার পরে চান না শুতে
উড়তে কি চাস বিবির ফু'তে।
আপাপবিদ্যা ব্যতিক্রমী
ঠাকুরঝোলায় আছে কমই।
নিক্তি মাপা হযবরল
পেলে তেষ্টা পাবেন জলও।
কখন করিস সংসারী জপ
ফরম্যাটহীন অ্যাট দ্য রেট অফ।
ভাষন দেবেন বিবি ও বিবি
এখনও স্পেস তিনশ জিবি।