‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
জলের আস্তরণ রূপান্তরিত হবে মহাকাব্যে
মৃত মানুষেরা বেঁচে থাকে এভাবে কেউ চাইলেই
নারদ বীণা হাতে পৃথিবীর বৃন্তে ভ্রমণার্থী হলে
আতপ চালের থেকে সিদ্ধ চালে ভৌত পরিবর্তন
শিখিয়েছিল যে কৃষক রমণী
তার উঠোনে মাথা রেখে বাল্মীকি হতে চাই আমি
দু'চোখ ভরে দেখে যাবো তার কুটিয়ালি শিল্পের
ঘরসংসার
আমার তপোবনে তুই কি হতে পারবি অগ্নিসীতা…