‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আকাশজুড়ে পূর্ণিমা চাঁদ
নাগাল তাকে পাই কবে
হলুদ আভায় সোনা গলে
উপছে পড়ে রূপ যবে।
কোজাগরী শরৎ রাতে
জাগতে থাকা ভক্তরা
আশায় থাকে ধনলক্ষ্মীর
দরজা খুলে নেয় সাড়া।
চঞ্চলা মেয়ে মায়ের সাথে
ফিরবে ঘরে যেই ভাবে,
চাঁদের আলোয় মন ভরে যায়
ফেরে আবার এই ভবে।
মেঘলা আকাশ দিগন্তে আজ
বিজলী কাঁপে কার তরে?
মেঘ কেটে দ্যাখ আলোর ছোঁয়া
নে রে সুধা প্রাণ ভরে।
বছর মাসের হিসেব ধরে
জোছনা মাখা রাত
মাগো তোমার কাজলা দিদির
গল্প বলো আজ।
"সেদিন ছিলো ভরা জোয়ার
নিশীথ জুড়ে আলো
মায়ের কোলের চাঁদ হারালো
শেয়াল শকুন কালো!"
এসো মা লক্ষ্মী ঘরে এসো
মানের ভিক্ষা চাই -
জীবন যেন ছন্দে চলে
পশু না পায় ঠাঁই।
জোছনা রাতে আশীর্বাদের
হাত রাখো মা মাথে
কোজাগরীর আশিস্ দিও
মানবো সকল পথে।
লক্ষ্মীসরার আলোকচিত্রঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।