‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
যত তুমি বাধা দাও
শিশিখানা কেড়ে নাও
তবু আমি খাবো হজমোলা
আমি খেতে ভালোবাসি
দুটো পেলে পায় হাসি
চাও যদি দেবো কানমোলা।
পেয়ে খুশি হজমোলা
পিঠেতে ব্যাগের ঝোলা
আমি চুনি যাই ইস্কুলে,
যতো করো সাধাসাধি
কখনও দু'চোখ বাঁধি
আমি যাই সবকিছু ভুলে।
হজমোলা স্বাদে ভরা
টক নুনে মশকরা
খেয়ে মনে লাগে জোর দোলা
বড় দাদা দাদি দেবে
সব সুখ লুটে নেবে
তোর চোখে সবকিছু খোলা।
তোর হাসি খুশি দেখে
যত মজা নিই মেখে
হজমোলা দিই হাত বাড়িয়ে,
এক ছুটে যাস চলে
কোনো কথা নাই বলে
অকাতরে যাস মন নাড়িয়ে।
হজমোলা হজমোলা
এতো যেন রসগোলা
দু'এ চারে পৃথিবীটা বশ
দুষ্টুমি তোর যতো
হজমোলা নিস ততো
এতে রাখ মনটা সরস।
গ্রাফিক্সঃ গৌরব মুখোপাধ্যায়