‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অচেনা স্টেশনে নেমে গেছে স্বপ্ন
অসহায় চাঁদ ডুবে গেছে বিশ্রাম কক্ষে
জন্মদ্বার গড়িয়ে পড়ছে রক্ত
মিশে আছে ভুবনভেদী আর্তনাদ
জন্মদ্বার দেখার পৈশাচিক উল্লাসে নৃত্য করছে পশুরা
হিঁচড়ে উন্মুক্ত করছে জরায়ু বৃত্তান্ত
দৈত্য উল্লাসে চোখে পট্টি বেঁধেছেন স্বয়ং ঈশ্বর।
দেবীমায়ের মর্মভেদী যন্ত্রণায় থরথর করে কাঁপছে
শেষ ভোরের আকাশ
আর্তি ঝরে পড়ছে যোনিপথে
মনুষ্যযুগের সমাপ্তি টাঙানো
কুমারী মেয়ের অন্তর্বাসে।
বিষাদ আত্মার নীচে ঘুমিয়ে আছে এক পৃথিবী দুঃখ
আছড়ে পড়ে মৃত-কান্নার ঢেউ
অন্ধকারের অন্য ইতিহাস দেখছে মরনোত্তর প্রজন্ম।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।