ভালোই আছো তুমি, আমার তো তাই মনে হয়,
হয়তো পুরোনো ব্যথাগুলো সব সেরে গেছে
ময়দানে ফুচকা খাওয়া অম্বল ঢেঁকুর
সেটাও কোথায় হারিয়ে গেছে
শহিদ মিনার চত্বরে বাদামের ঠোঙা হাতে মিছিমিছি হাঁটা
অভিসার বাদামী আলাপ, বিকেলের জাদু আলোয়
যাদুঘরের সামনের ফুটপাথে বসে চা পানের তীব্র অসুখটা,
নীলরতনের গ্যাস্ট্রো বিভাগের শাসনে কোথাও উধাও হয়ে গেছে।
ভালোই আছো তুমি, আমার তো তাই মনে হয়,
সেই চৈত্র পলাশ মাস খরতাপ উৎসব রঙ,
বিকেলের ভিক্টোরিয়ায় বেপরোয়া গঙ্গার দখিনা বাতাস
এলোমেলো রেশম চুলে ঢাকা মুখ, রেসের ময়দান;
উদ্দাম বেগে ছুটে চলা ঘোড়সওয়ার মন
বিড়লার তারা গুনে আকাশ খোঁজা, যোদ্ধা কালপুরুষ
ঘুমহীন চোখ, সেটাও কোথায় হারিয়ে গেছে...
সংসার চাকায় পিষ্ট দলাবাঁধা বিকেল, ভীষণ ফ্যাকাসে
ভালোই আছো তুমি সুখে অভিজাত সানগ্লাসে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।