বিবিধ

খাল-বিলের আখ্যান (ষোড়শ পর্ব) [ধারাবাহিক]



মমতা বিশ্বাস



লেখিকার পরিবারের একজন শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় উনি এই লেখায় মনোনিবেশ করে উঠতে পারেননি। ফলতঃ মানবিক কারনেই আমরা এই ধারাবাহিক আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছি।

আমরা লেখিকার সেই কাছের মানুষটির দ্রুত আরোগ্য কামনা করি।

লেখিকা আমাদের কথা দিয়েছেন পাঠকদের কথা ভেবে যত দ্রুত সম্ভব উনি এই লেখা আবার শুরু করবেন।

আকস্মিক এই ঘটনার জন্য আমরা 'সমন্বয়' ই-পত্রিকার তরফ থেকে পাঠকদের কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী।

ধারাবাহিকটি আবার শুরু হলে আমরা পাঠকদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো।

- সম্পাদকমণ্ডলী, 'সমন্বয়' ই-পত্রিকা


চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।