‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তোমার নিথরে বেঁচে আছি
তোমার গ্রাহ্যতায় এত এত মুখ
এত এত কান্না
বাষ্পের মতো ভিজে যায়
কত পাথরের বুক।
এভাবেই চলে আসে দিন
দিন বদল শুরু হয়...
কে যেন বলেছিল মিছিল...
মিছিলই তো
একা একাই একটি মিছিল
দাপায় ঝাঁপায় আর মাথা নাড়ে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।