কবিতা

ঘটনাটা তবু ঘটলো



শ্রাবণী বৈরাগ্য


একটাও মানুষ
হাততালি দিল না,
কাঁদলো না,
আবার
চিৎকারও করলো না,
সিটিও দিল না।

অথচ,
কী অদ্ভুতভাবে!
শ্রেষ্ঠত্বের শিরোপাটা
তাঁরাই পেলো।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।