‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
একটাও মানুষ
হাততালি দিল না,
কাঁদলো না,
আবার
চিৎকারও করলো না,
সিটিও দিল না।
অথচ,
কী অদ্ভুতভাবে!
শ্রেষ্ঠত্বের শিরোপাটা
তাঁরাই পেলো।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।