‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
যে যা ভাবছে ভাবুক,
যে যা বলছে বলুক
তুমি শব্দ সাজাও কবি, ভালোবেসে,
একান্ত আদরে,
শব্দ দিয়ে বানাও - নদী, ঝরনা, সাগর,
শব্দ দিয়ে বানাও - পাহাড়, পর্বত, জঙ্গল,
তারপর, জঙ্গলের ভেতরে বানাও - একটা মাটির কুটির
তারপর সেই মাটির কুটিরের ভেতরে,
আত্মস্থ হও, নিমগ্ন হও।
কুটিরের দুয়ারে কারা এসেছে
কী বলছে,
সেদিকে কান দিও না তুমি,
কারণ, তুমি নিমগ্ন কবি, তুমি বিশুদ্ধ চৈতন্য।
এ. বি. সেরেব্র্যাকভ-এর প্রতিকৃতি (১৯৩৮)
শিল্পীঃ জিনাইদা সেরেব্রিয়াকোভা
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।