কবিতা

মকর সংক্রান্তি ও গঙ্গাসাগর স্নান



প্রদীপ কুমার চক্রবর্তী


বিদায় পৌষ শৈত্য বসনে
প্রকৃতি আদরে তোমার নেইকো ভ্রান্তি
তুমি উতলা স্নেহে রও গদগদ
মায়া কজ্জলে তোমার মুগ্ধ প্রবাহ,
গঙ্গাসাগরে মহাসম্মেলনে
তুমিই রচেছ পুণ্য মকর ক্রান্তি
লাখ লাখ জন গায় তোমা জয়
চোখ খুলে দেখি তাদের সে উৎসাহ।

গঙ্গাসাগরে সুশীতল জলে
কত ভাষা মেশে সুগভীর অবগাহনে,
কত আনন্দ অচলা ভক্তি
পুণ্য ভূমিতে বানালো এ আশ্রম,
কপিলমুনির কত জয়গাথা
সব জিতে নেয় বহুধা সুস্থ চেতনে
সংক্রান্তির এই পুরাণ ধারায়
বহতা আবেগ কখনও জাগে না ভ্রম।

এই মিলনক্ষেত্রে ক্ষুদ্র ভারত
কত ভাষা মাঝে উদ্যত জয় উল্লাস
দিবস রাত্রে লাখ লাখ ডুব
ধনী ও দুঃস্থ সব মাতে বিকিকিনিতে,
সব ফিরে যাবে আপন আলয়ে
মনে থেকে যায় সাগরের জল উচ্ছ্বাস
যুগ যুগ ধরে এ গঙ্গাসাগর ভুল করে নাকো
এ পুণ্য ভারত চিনিতে।