আমার শহরে আবার এসেছে শীত-সেজেছে পার্কস্ট্রিট।
আজ যে শুধু খুনসুটি তে ভরিয়ে রাখার রাত -
আজ যে শুধু হাতের উপর হাত
ঝলমলে রোদ ঠান্ডা বাতাস- আগুন পাখির গল্প খোঁজে মরসুমী।
কুয়াশায় ঢাকা আমার পাড়ার মোড়
দূর থেকে আজ কাউকে যায় না চেনা
রাস্তা ফাঁকা, ফাঁকা সব টার্মিনাস
দুএকটা কুকুর -আঁচ পোহাচ্ছে ফুটপাথ।
বুকের মধ্যে গভীর ক্ষত
পুড়ে পুড়ে ছাই ভালোবাসা
আজ নয়তো তোমার হাতটা ধরি
মেপে নিই আজ তোমার বুকের ওম।
মন খারাপের রাস্তা গুলো ছুটতে ছুটতে হাঁফিয়ে গেছে -
ডানা ঝাপটায় বুকের ভিতর সাইবেরিয়ান পাখি
কার্নিভালের রোশনাই শুধু মনেতে আগুন ছড়ায়
সবুজ ঘাসে তোমাকেই খোঁজে চোখ।
শীতের শহরে তুমিই শুধু হাঁটছো একা
কত অছিলায় প্রিয় সাক্ষাতে পাশে ভিড়
এই তো সময় পাল্টাতে পারো নিজেকে
আমাদেরও দিন হতে পারে বড়দিন।
এস আজ বন্ধু বলে বাড়িয়ে দিলাম হাত
কফির টেবিলে একলা ভীষণ আজ
তোমার চোখে আবহমানের নেশা
মুছিয়ে দিক ধরাবাহিকতার শোক।
প্রত্যাশার কাছে আমরা সবাই নতজানু
আজ না হয় জাপটে ধরি আলগা সুতোর রেশ
খাঁচার পাখি উড়তে চায় ডানা মেলে দূর আকাশে
বোবা কান্নায় ঘুমের ঘোরে তুমিও কি খুঁজছো আমার ঠোঁট...