বিশ্বাস ছিল রঙিন গোলাপ সাজানো নিকানো ঘরে
বিশ্বাস ছিল আমরণ তার সঙ্গি
বিশ্বাস ছিল সোহাগে আদরে নরম সুখের ভঙ্গী
বিশ্বাস নিয়ে সে রাতদিন ঘর করে।
বিশ্বাস ছিল রোদ ঝলমলে প্রসারিত ফাঁকা মাঠ
বিশ্বাস ছিল সবুজ গালিচা পথ,
বিশ্বাস ছিল মায়াবী বিকেল সূর্যের রাঙা রথ
বিশ্বাস ছিল আদুরী মেয়ের বায়নার ঠাটবাট।
বিশ্বাস ছিল বাসন্তী বনে ইচ্ছে হারিয়ে যাওয়া
বিশ্বাস ছিল অনন্ত নীলে সুখের ডানায় ওড়া
বিশ্বাস ছিল দুখের দিনেও ভরপুর বোঝাপড়া
বিশ্বাস ছিল ছোট্ট আলয়ে শান্তিই খুঁজে পাওয়া।
বিশ্বাস ছিল কৃষ্টি আলোয় আলোকিত অঙ্গন
বিশ্বাস ছিল দীপ্ত আগুনে পুড়ুক রুগ্ন সোনা
বিশ্বাস ছিল ভিন্ন মতেও থাকুক জানা ও শোনা
বিশ্বাস ছিল জীবন বৃত্তে তুমি থাকো উন্মন।
বিশ্বাস গেল লালসার ঝড়ে উন্মাদ ঘরবাড়ি
বিশ্বাসহীন অশান্তি নিয়ে ব্যঙ্গ সংস্কৃতির
অবিশ্বাসের পচনভূমিতে টলে যায় কৃষ্টির
সোনালী আসন, বুঝি করে দেবে তাকে আড়ি।
আশ্বাস মাঝে বিশ্বাসী ঘর তাতেই উজ্জীবন
শ্বাস প্রশ্বাসে জীবন ছন্দ উৎসুক কথা বলা
বিশ্বাস ভেঙ্গে অবিশ্বাসের যদি নাচে ছলাকলা
তখনই তো শুরু জড়ের যাত্রা সেটাই ভিন্ন মরণ।