কবিতা

ভগবান



উত্তম চক্রবর্তী


বিশ্বাস রাখো
সবই আগেৱ মত‌ হবে
সংশয় নিত্য পূজারী
আশায় গিঁট বেঁধে।
আমরা তো মরি অহরহ
হে কৃষ্ণ ভগবান
নূতন জামা হাতে
আত্মার সন্ধান।
নৈনং দহতি পাবকঃ
আশ্লেষ জড়ায় তনু
বৃত্তের মধ্যে খুঁজি
তোমাৱ কল্পিত ধেনু।
শ্বাসেও জীবানু ভাসে
প্ৰাণে ভরেনি
সূঁচেৱ ডগায় জীবন
তবু আশা মৱেনি।
রঙিন চশমা পড়ে
বৰ্ণের প্ৰথম পরিচয়
আজন্ম বিভ্ৰম গৌর
না, তীব্ৰ সংশয়।
সতত বুঝেছি এটাই
অহরহ ভ্ৰমময় প্ৰাণ
তুমি ও পারিষদ ভাইব্ৰেন্ট
বাকিরা শ্মশান।