‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
যে আকাশে শুধু মেঘ জমে থাকে
কি করে নীল হয়?
প্রকৃতির কাছে এই আকাশের
নেই কোন সুমিষ্ট পরিচয়!
নতুন সূর্য সোনালী আকাশে
নবাগতরূপে এসে...
এক অপূর্ব দিন উপহার দেয়
মনোহর পরিবেশে!
মেঘে ঢাকা এই আকাশ সেখানে
একরাশ কালি ঢেলে...
দিনের আলোকে আঁধার বানিয়ে
নিষ্ঠুর খেলা খেলে!
এই আকাশ চায় কষ্ট দিতে
প্রলয় ডেকে এনে,
এহেন রূপের আকাশ কি কভু
নীল আকাশকে চেনে?
নবাগত দিন আশায় আশায়
দিন শুধু গুণে যায়,
সুযোগ বুঝে সোনালী আকাশে
সূর্যকে কাছে চায়।