‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অপরাধবোধ ভোঁতা হয়ে গেছে আজ
মন খারাপ করে না তোমার উন্নাসিকতায়
উলঙ্গ রাজা উলঙ্গই থাকে
সাধ্য কার তাকে পোশাক পড়ায়?
ভদ্রবেশের মায়াজাল ভেঙে
যদি সময় পাও পোশাক পড়ার
সেদিন না হয় কাব্য লিখো
নতুন করে স্বপ্ন দেখার...