কবিতা

উন্নাসিক



শুভেন্দু সাহা


অপরাধবোধ ভোঁতা হয়ে গেছে আজ
মন খারাপ করে না তোমার উন্নাসিকতায়
উলঙ্গ রাজা উলঙ্গই থাকে
সাধ্য কার তাকে পোশাক পড়ায়?

ভদ্রবেশের মায়াজাল ভেঙে
যদি সময় পাও পোশাক পড়ার
সেদিন না হয় কাব্য লিখো
নতুন করে স্বপ্ন দেখার...