‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
খিদেটা আগুন হলেই,
নিজের আয়নায় নিজেকে দেখে মানুষ,
তারপর, খিদেটাই গিলে নেয় তাকে।
সেসব মৃত্যুর রঙ-রূপ দেখে,
আমরা শিউরে উঠি।
খুঁজি, দ্বিতীয় কারণ।
সূর্যকে সাক্ষী রেখে,
উপবাসে থাকে যে অন্ধকার,
সেও বদলে নেয় রাতের পোশাক।
নাভিমূলে তখনও আগুন,
টিমটিম করে জ্বলে,
পুড়ে ছাই হয় অনাথ স্বপ্নেরা।
আগুনেরও সহমরণ হয়।
দাগ লেগে থাকে শুধু জরায়ুতে।