কবিতা

বিধেয় পদাবলী



সমীরণ কুন্ডু


আগেও এরকম নিরীক্ষণ ছিলো

ধরে নিলাম কালান্তর এই উপত্যকা
কতগুলো শব্দ দেবো এবার
তাই দিয়ে পাঁচিল গাঁথা হবে

পুরুষাঙ্গ ও দুরবিন
কোনো ইঙ্গিতবাহী সুচেতনা নীরবে হেঁটে যাচ্ছে

নৌকো
অত্যন্ত প্রিয়, যেমন
আকাশ
ছদ্মবেশী ওড়না দিয়ে ঢাকা যোনিপথ

গ্রাম
শহরতলি থেকে শহর
কেঁপে উঠছে মেরু
কেঁপে উঠছে চর

শ্মশান
যে দেহটি আমার
এতোটা নবিশ - ধুয়ে যাবে জলে

কতোকাল পোড়েনি সে, নিজের মতোন।