কবিতা

এমনও দিনে তারে বলা



অন্তরা রায়


হারতে পারি নিয়ম করে প্রেমে
খাদের কিনার খড়টুকু নেই জেনেও,
আলতো ছোঁয়ার স্পর্শটুকু থেমে
বাউল জীবন বইতে পারি সয়েও।

ধানি জমি বুকের ওপর মাথা
হাজার জোনাক পথ ভুলেছে যেথায়,
রূপাই সাজু বুনছে নকশি কাঁথা
ইচ্ছে করেই পথ হারাবো সেথায়।

এমনিদিনেই হিংসুটে চোখ হয়
ভয় পাবোনা উদ্ধত মন হোক,
প্রেমদিবসে এইটুকু থাক জয়
ভুলিয়ে দিও বাকি নরম শোক।