‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
হারতে পারি নিয়ম করে প্রেমে
খাদের কিনার খড়টুকু নেই জেনেও,
আলতো ছোঁয়ার স্পর্শটুকু থেমে
বাউল জীবন বইতে পারি সয়েও।
ধানি জমি বুকের ওপর মাথা
হাজার জোনাক পথ ভুলেছে যেথায়,
রূপাই সাজু বুনছে নকশি কাঁথা
ইচ্ছে করেই পথ হারাবো সেথায়।
এমনিদিনেই হিংসুটে চোখ হয়
ভয় পাবোনা উদ্ধত মন হোক,
প্রেমদিবসে এইটুকু থাক জয়
ভুলিয়ে দিও বাকি নরম শোক।