কবিতা

মন



সুস্মিতা দত্ত


জমাট কথার নুড়ি পাথর
আলো ছায়া, অস্থির ধূসর চাপা কান্না
বলা না বলা অসংখ্য শব্দ বুদবুদ
মন... আসলে তো মন!

লাল নীল আনন্দ, সবুজ স্মৃতি
হঠাৎ করে কবিতা গান
চেনা পথে অচেনা আলো
বুকের ভিতর সিম্ফনি
মন... আসলে তো মন!

ভুলতে না পারার গোল বৃত্ত
চাওয়া পাওয়ার কাটাকুটি
নির্জনে একা, নিরেট কালো রাগ
অকারণ এক নদী অভিমান
মন.... আসলে তো মন!

ত্রিকোণ ঈর্ষা, খোদাই করা অহঙ্কার
জাপটে ধরা মায়া, আঁকিবুকি লোভ
মলাট দেওয়া স্বার্থ, গোপন পাপ
এক আকাশ ইচ্ছে
মন.... আসলে তো মন!