কবিতা

অবিন্যস্ত



সঙ্ঘমিত্রা কুমার


অনুভবের শঙ্খবেলায় এসে
ধার নিয়েছি আবেগ ভালোবেসে
     খরকুটো সব ভাসিয়ে দিয়ে জলে
     নাম খুঁজছি একটি কোনো দলে
ঝুমুর শব্দে উথাল হৃদয় নদী
উৎসটাকে আবার পাই যদি...
     হিসেব খাতায় শূন্য অধিক মেলে
     মিশ খায় না তেলে আর জলে
বিকিয়ে গেছে নিদ্রিত অসুখ
চাহিদা আজ সবার সর্বভুখ
     দুলছে চামর অভিলাষের মাথে
     উড়ছে মাছি ভনভনিয়ে পাতে
ঠিকরে পড়ে মেকী সোহাগ ফাঁদ
ভুল পা'য়েতে জীবনই বরবাদ
     ইচ্ছেডানায় বরফ কুঁচির ছাট
     খুঁজছে তবু তেপান্তরের মাঠ
বান মেরেছে, লুকিয়েছে মেঘনাদ
কিনারাতে, পা বাড়ালেই খাদ।
     বিন্নি ধানের খই চাইলে মোয়া
     অলীক ভাবনা চাইলে না যায় ছোঁয়া
বোধ সাগরে অবাধ্যতার খেল
বেঠিক পথে উপচে ঢালা তেল
     বিনি সুতোয় অনুভূতির টান
     নাটুকে মুখে ভালো থাকার ভান।