‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
এত কাছে তুমি আসবে জানলে
আরো বেশি করে আতর দিতাম
সারাদিন আমি বিশ্রাম নিতে সুযোগ পাইনি
আজ সারাদিন রোদে জলে ঝড়ে
পুড়তে পুড়তে ভিজতে ভিজতে ক্লান্ত হয়েছি
গেল বছরের আতর গন্ধ উবে গেছে পুরো
আজ এত কাছে আসবে জানলে
আরো বেশি করে আতর দিতাম
যাতে আরো ঘন নিবিড় নিবিড়
হয় আলাপন দুঃখযাপন
এত কাছে তুমি আসবে জানলে
আজ সত্যিই আতর দিতাম...