কবিতা

নিছক প্রেমের পদ্য



সঞ্জীব চক্রবর্তী


এত কাছে তুমি আসবে জানলে
আরো বেশি করে আতর দিতাম

সারাদিন আমি বিশ্রাম নিতে সুযোগ পাইনি
আজ সারাদিন রোদে জলে ঝড়ে
পুড়তে পুড়তে ভিজতে ভিজতে ক্লান্ত হয়েছি
গেল বছরের আতর গন্ধ উবে গেছে পুরো

আজ এত কাছে আসবে জানলে
আরো বেশি করে আতর দিতাম
যাতে আরো ঘন নিবিড় নিবিড়
হয় আলাপন দুঃখযাপন

এত কাছে তুমি আসবে জানলে
আজ সত্যিই আতর দিতাম...