কবিতা

সত্যি



অমিত কাশ‍্যপ


কৃষ্ণাদির বাড়িটা কোথায়, বলতে পারেন

আজ দশবছর হল, কৃষ্ণাদি নেই
বলেও বোঝানো যায়নি, কেমন এক ধারণা
অন্ধ ধারণা তো নয়, তিনি ছিলেন
হয়তো আজও আছেন, মনে, এমনই হয়
সত্যি এমনই, বাঁচিয়ে রাখে

প্রথম মধুচন্দ্রিমার রাত ছিল মন্দারমণিতে
সেদিন পূর্ণিমা ছিল না, তবুও কেমন রুগ্ন চাঁদ
আলো ফেলেছিল বারান্দায়, বারান্দার মেঝে
ভেসে গিয়েছিল ওইটুকু সামান্য শোভায়

সত্যি এমনই, বাবা-মা'র মৃত্যুদিবস ছায়ার মতো
আশ্চর্য লম্বা হয়, দিন যত দীর্ঘ হয়।