‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কৃষ্ণাদির বাড়িটা কোথায়, বলতে পারেন
আজ দশবছর হল, কৃষ্ণাদি নেই
বলেও বোঝানো যায়নি, কেমন এক ধারণা
অন্ধ ধারণা তো নয়, তিনি ছিলেন
হয়তো আজও আছেন, মনে, এমনই হয়
সত্যি এমনই, বাঁচিয়ে রাখে
প্রথম মধুচন্দ্রিমার রাত ছিল মন্দারমণিতে
সেদিন পূর্ণিমা ছিল না, তবুও কেমন রুগ্ন চাঁদ
আলো ফেলেছিল বারান্দায়, বারান্দার মেঝে
ভেসে গিয়েছিল ওইটুকু সামান্য শোভায়
সত্যি এমনই, বাবা-মা'র মৃত্যুদিবস ছায়ার মতো
আশ্চর্য লম্বা হয়, দিন যত দীর্ঘ হয়।