কবিতা

শেষবেলায়



সুস্মিতা মুখার্জী


হলুদ বয়সটা নিয়ে তুমি যখন ভাবতে বসেছো নোঙ্গর করবে বেলাশেষের ঘাটবাওড়ে,
তখন আর একটিবার ভেবেই দেখোনা শেষবারের মতো...
সে কি এখনও একটুকরো সবুজ খোঁজেনা আর একটু বাঁচতে চেয়ে?
নীলাকাশে সাধের উড়ান ভরতে চায়না কি বলাকার সারি বেয়ে...
দৃষ্টি চঞ্চল হয়না বুঝি আলের ধারে আলুথালু বেশে চুপড়ি ভরে জলকলমি খুঁটে নেওয়া পল্লীবলার চোখে চোখ রেখে
কাঁচা ধানের শিষ চিবিয়ে নবান্নের ঘ্রানে ম ম মন উৎফুল্ল সত্যিই হয়নাকি!
জলা বিলের ধারে জোছনার ডাকে উচাটন মনের ধুকপুকুনি, সেও কি তবে মিথ্যে!
অন্তরের অন্দরে বন্ধ জানালা বাইরে দাঁড়ানো অবাধ্য হৈমন্তী বাতাসের আদুরে আবদার... উপেক্ষা করে পারো?
এখনো রোদেলা স্বপ্ন গুলো সদ্য ফোটা থোকা থোকা রডোডেনড্রনের মতো তরতাজা,
চলো না পড়ন্ত বেলায় জীবনটাকে বাঁচতে নিই
প্রেম পাখির মতো স্বপ্নীল কলকাকলিতে।